ক্যাটাগরি

চট্টগ্রামে কিশোরকে ছুরি মেরে হত্যা

নগরীর হালিশহর ‘এল’ ব্লকে বৃহস্পতিবার
রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত কিশোরের নাম মো. কাউছার (১৬)। তার
বাসা হালিশহর থানার বড়পুল কাজীর গলিতে।

এ ঘটনায় হামলাকারী শহীদুল ইসলাম শহীদকে
(১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। 

নগর পুলিশের উপ-কমিশনের (পশ্চিম) আব্দুল ওয়ারীশ বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শহীদ ও নিহত কাউছার প্রতিবেশী। বৃহস্পতিবার সন্ধ্যায়
হালিশহর ‘কে’ ব্লক এলাকায় কাউছারের ছোট বোনের সঙ্গে কথা বলছিলেন শহীদ। এটি দেখে
কাউছার তাদের বকাঝকা করে।

“এ নিয়ে কাউছার ও শহীদের মধ্যে
হাতাহাতি হয়। এক পর্যায়ে শহীদ ছুরি দিয়ে কাউছারের বুকে আঘাত করে।”

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

স্থানীয়রা কাউছারকে উদ্ধার করে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে
কাউছার মারা যায় বলে জানান উপ-কমিশনার ওয়ারিশ।

এ ঘটনার পর শহীদকে গ্রেপ্তার করা
হয়েছে এবং কাউছারের মা হালিশহর থানায় একটি মামলা করেছেন।

মামলায় বলা হয়েছে, কাউছার ও শহীদ বন্ধু। সে সুবাদে বাসায় আসা-যাওয়ার
এক পর্যায়ে তার ১৪ বছর বয়েসী মেয়ের সঙ্গে শহীদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি কাউছার
জানতে পেরে নিষেধ করায় শহীদ তার ওপর ক্ষিপ্ত হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়েটি সবজি কিনতে বাজারে যাওয়ার পথে শহীদের
সঙ্গে কথা বলছিল। এসময় ওই রাস্তা দিয়ে আসার পথে কাউছার বিষয়টি দেখে তার বোনকে থাপ্পড়
মারে এবং শহীদের সঙ্গে সম্পর্ক রাখতে নিষেধ করে।

মামলায় আরও উল্লেখ করা হয়, এ ঘটনার ঘণ্টাখানেক পর ‘এল’ ব্লকে
শহীদের সঙ্গে কাউছারের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে শহীদ ছুরি দিয়ে কাউছারের বুকের
বাম পাশে আঘাত করেন।