ক্যাটাগরি

চিরনিদ্রায় শায়িত সাংসদ মাহমুদ উস সামাদ

শুক্রবার বিকাল সাড়ে ৫টায়
বাড়ির পার্শ্ববর্তী মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে সিলেটের ফেঞ্চুগঞ্জ কাসিম আলী সরকারি মডেল
উচ্চ বিদ্যালয়ের মাঠে মাহমুদ উস সামাদ চৌধুরীর নামাজে জানাজা সম্পন্ন হয়।

করোনাভাইরাস সংক্রমণের মধ্যেও লাখো মানুষের
উপস্থিতি ছিল তিনবারের এই সাংসদের জানাজায়।
এর আগে মরদেহ বহনকারী বাংলাদেশ বিমান বাহিনীর একটি
হেলিকপ্টার বেলা ১২টায় ফেঞ্চুগঞ্জের এনজিএফএফ খেলার মাঠে অবতরণ করে।

সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে
লাশ ফেঞ্চুগঞ্জের নুরপুরে বড়বাড়ি ফারজানা-মাহমুদ ভিলায় নেওয়া হয়।
পরে বিকাল সোয়া ৪টার দিকে ফারজানা-মাহমুদ ভিলা
থেকে আওয়ামী লীগ নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী বিদায় জানান এমপি সামাদ
চৌধুরীকে।

মাহমুদ উস সামাদের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শোক

কোভিড-১৯: সিলেটের এমপি মাহমুদ উস সামাদের মৃত্যু
 

গত ৮ মার্চ করোনাভাইরাস
শনাক্ত হয়েছিলে ৬৫ বছর বয়সী এই সাংসদের। বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় মারা যান।