স্বাধীনতা
সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে শনিবার বিএনপির চিকিৎসা ও সেবা কমিটির এক অনুষ্ঠানে
তিনি বলেন, “ স্বাধীনতার ৫০ বছর পরে, যেজন্য আমরা যুদ্ধ করেছিলাম, আমরা বুকের রক্ত
ঢেলে দিয়েছি, আমাদের ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছেন, মা-বোনেরা সম্ভ্রম দিয়েছেন, সেই স্বাধীনতা,
সেই গণতান্ত্রিক চেতনা, সেই রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ আজকে দেশে
একটা রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে।”
জাতীয় প্রেস
ক্লাব মিলনায়তনে সারাদেশের মহানগরে একযোগে অনুষ্ঠিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন
উপলক্ষে এই কেন্দ্রীয় অনুষ্ঠান হয়। রক্তাদান কর্মসূচির পাশাপাশি ডাক্তারা রোগীদের চিকিৎসাপত্র
ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
ক্ষমতাসীনদের
সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “এদের এখনকার লক্ষ্য একটাই- বাংলাদেশকে লুট করে নেওয়া।
আমরা ছোটবেলায় মায়েদের কাছে বিছানায় শুতে যাওয়ার আগে গান শুনতাম- ‘খোকা ঘুমালো পাড়া
জুড়াল, বর্গী এলো দেশে’। এই বর্গীদের ভূমিকায় নেমেছে তারা।”
“বর্গীরা
যেমন বাংলাদেশের সম্পদ লুট করে নিয়ে যেত, কৃষককে লুট করে নিয়ে যেত, সেইভাবে তারা আজ
সমস্ত বাংলাদেশকে লুট করে নিয়ে যাচ্ছে। সেই কানাডার বেগমপাড়ায় অথবা মালয়েশিয়াতে অথবা
আমেরিকাতে-ফ্লোরিডাতে, ইংল্যান্ডে তারা বাড়ি-ঘর তৈরি করছে।”
তিনি বলেন,
“স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের চরিত্র সম্পূর্ণ বদলে গেছে। তারা গণতন্ত্রের মধ্যে
আর নিজেদের ধারণ করতে পারছে না।কারণ গণতন্ত্র হলে তো ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা থাকবে,
গণতন্ত্র হলে তো সবাইকে ভিন্নমত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, গণতন্ত্র মানলে তো ন্যায়বিচার
প্রতিষ্ঠা করতে হবে, সুশাসন প্রতিষ্ঠা করতে হবে-এগুলোর মধ্যে তারা নাই। তারাই সব। তারাই
মালিক, আমরা হচ্ছি সব প্রজা। তারা হচ্ছে প্রভু, সাধারণ মানুষ দাস। এভাবে গোটা বাংলাদেশকে
তারা দেখে, বরাবরই দেখে এসছে।”
খালেদা
জিয়াকে আটক করে রাখা, তারেক রহমানের বিরুদ্ধে মামলা, বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে
৩৫ লাখ মামলা, নিপীড়ন-নির্যাতনের অভিযোগ তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, “আজকে সেই আওয়ামী
লীগ দানবের মতো আমাদের ওপর চেপে বসে আছে।”
স্বাধীনতা
সূবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক খন্দকার মোশাররফ হোসেন বলেন, “আমারা সারা
বছরব্যাপী স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী কর্মসূচি করে জনগনের কাছে প্রকৃত ইতিহাস তুলে ধরব।
আমাদের বার্তা? এই বার্তা যে, মুক্তিযুদ্ধের মূল ইতিহাস, সত্যিকার ইতিহাস। দুর্ভাগ্যজনক
হলেও সত্যি যে, গত এক যুগ ধরে বাংলাদেশে শুধু একটি দল ক্ষমতায় ফ্যাসিস্ট কায়দায় টিকে
থাকার জন্য আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে, স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করছে বর্তমান
প্রজন্মকে বিভ্রান্ত করার জন্য। সেজন্য আমরা প্রকৃত ইতিহাস তুলে ধরতে চাই।”
চিকিৎসা
ও সেবা কমিটির সদস্য ডক্টরস অ্যাসোসিয়েশনের মহাসচিব আব্দুস সালামের সভাপতিত্বে ও ড্যাবের
সভাপতি হারুন আল রশিদের সঞ্চালনায় আলোচনা সভায় জাতীয় কমিটির সদস্য সচিব আবদুস সালাম,
ড্যাবের এমএ সেলিম, জহিরুল ইসলাম শাকিল, শহিদুল আলম, পারভেজ রেজা কাঁকন, সরকার মাহবুব
আহমেদ শামীম, মেহেদি হাসান, সম্মলিত পেশাজীবী পরিষদের শামীমুর রহমান শামীম, যুবদলের
সাইফুল আলম নিরব, এসএম জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, মৎস্যজীবী
দলের আব্দুর রহিম, ছাত্রদলের ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল প্রমুখ বক্তব্য
রাখেন।