ক্যাটাগরি

চট্টগ্রামের বাসায় নারীর লাশ, ‘স্বামী’ লাপাত্তা

নগরীর আকবর শাহ থানার বিশ্ব কলোনি ‘জি-ব্লকের’ একটি বাসা থেকে লাশটি উদ্ধারের
পর থেকে ওই নারীর কথিত স্বামী পুলিশ খুঁজছে।

নিহত নারীর নাম রীনা আক্তার (২৬)। গত ১ মার্চ তাজুল (৪১) নামের এক ব্যক্তির
সঙ্গে স্বামী- স্ত্রী পরিচয়ে টিনশেড বাসাটি ভাড়া নিয়েছেন তারা।

আকবর শাহ থানার ওসি জহির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাজুল
ওই এলাকায় একটি চায়ের দোকানে ১০ দিন আগে চাকরি নিয়েছিলেন।

প্রতিবেশীদের উদ্ধৃতি দিয়ে ওসি বলেন, “শুক্রবার দুপুরে রীনা ও তাজুল ঝগড়া
করেছিল। বেলা সাড়ে ১২টার দিকে তাজুল বাসা থেকে বের হয়ে যায়। রাত সাড়ে ১২টার দিকে বাসার
দরজা খোলা দেখে প্রতিবেশী এক নারী ঘরে ঢুকে রীনাকে খাটে শোয়া দেখেন। তার নাকে মুখ দিয়ে
ফেনা বের হচ্ছিল।

“খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল
কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।”

তাজুলের বাড়ি নোয়াখালী এবং রীনার বাড়ি ভোলা বলে জানতে পেরেছে পুলিশ।

ওসি জহির বলেন, “রীনার পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে। রীনা চট্টগ্রামে
বিয়ে করেছে তারা জানলেও স্বামীর পরিচয় জানাতে পারেনি।”