শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন, ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন ও প্রাইভেট নার্সিং কলেজ অ্যাসোসিয়েশন।
তিন দফা দাবির অন্য দুইটি হচ্ছে- পরিবার কল্যাণ পরিদর্শিকদের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সমমনা না করা এবং গত ৫ ফেব্রুয়ারি ব্যাচেলর অব নার্সিং সায়েন্স, ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ছাত্রছাত্রীদের নির্ধারিত কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষার স্থগিতাদেশ অবিলম্বে প্রত্যাহার করে কারিগরিমুক্ত কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষার ব্যবস্থা করা।
এর আগেও পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের নার্স হিসেবে নিবন্ধন না দেওয়ার দাবি উঠেছিল বিভিন্ন সংগঠন থেকে।
মানববন্ধনে ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের সভানেত্রী লিজা আক্তার বলেন, ”আমরা দেশ ও দেশের জনগণের স্বাস্থ্য সেবা সুরক্ষায় এবং নার্সিং পেশার মান-মর্যাদা রক্ষার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।”
দাবি মেনে না নেওয়া হলে ‘বৃহত্তর কর্মসূচি’ ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে রাষ্ট্রীয় কর্মসূচির কথা বিবেচনা করে দাবি আদায়ের চলমান কর্মসূচি স্থগিত করেছে এই তিন সংগঠন।
মানববন্ধন থেকে তিন দফা দাবি নিয়ে আগামী ২৭ মার্চের মধ্যে সব বিভাগে বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।