আগামী ১৮ মার্চ দিল্লিতে শুরু হবে
শুটিং বিশ্বকাপ। এ উপলক্ষে শনিবার ৮ জনের দল দিয়েছে বাংলাদেশ শুটিং ফেডারেশন।
আব্দুল্লাহ হেল বাকি, রিসালাতুল
ইসলাম, রাব্বি হাসান মুন্না, শাকিল আহমেদ, শারমিন আক্তার রত্না, সৈয়দা আতকিয়া হাসান
দিশা, রিথিকা চৌধুরি ও আরমিন আশা-এই আট শুটার যাচ্ছেন দিল্লি।
অনুশীলনে শুটারদের প্রস্তুতি দেখে
খুশি কোচ গোলাম সফিউদ্দিন খান শিপলু। অলিম্পিকের কোটা প্লেস পাওয়া নিয়েও আশাবাদী তিনি।
“অনুশীলন বাকি, মুন্না ও রিসালাত
খুব ভাল করেছে। সবসময় যে সমস্যাটা হয়, ট্রেনিংয়ের স্কোরটা কম্পিটিশনে নিয়ে যেতে পারে
না তারা, কম্পিটিশন টেম্পারামেন্ট ভাল নয় বলে। তবে, এতটুকু বলতে পারি, আমরা ভাল ট্রেনিং
ও স্কোর নিয়ে যাচ্ছি এবং এই বিশ্বকাপে অলিম্পিক কোট প্লেস পাওয়ার শেষ সুযোগ আছে।”
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে
অনেক শুটার দিল্লির আসরে খেলবে না। এ দিকটাকে সুযোগ হিসেবে মানছেন সফিউদ্দিন।
“যারা ইতিমধ্যে কোটা প্লেস পেয়েছে
তারাও খেলবে, সুতরাং লড়াইটা তাদের সঙ্গে হবে না। আরেকটা সুবিধা হলো এবার দিল্লিতে অনেক
দেশ ও শ্যূটার অংশ নিচ্ছে না। তাই দিল্লিতে ভাল সুযোগ আছে আমাদের শুটারদের।”