ক্যাটাগরি

কাজাখস্তানে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৪

মধ্য এশিয়ার দেশটির জরুরি মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সামরিক বাহিনীর অ্যান-২৬ বিমানটি ছয় আরোহীসহ রাজধানী নূর সুলতান থেকে রওনা হয়ে শনিবার আলমাতি বিমানবন্দরে নামার সময় বিধ্বস্ত হয়।

জরুরি মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “প্রাথমিক তথ্য অনুযায়ী, চার জন নিহত হয়েছেন, আহত দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

ঘটনাস্থল থেকে পাঠানো ছবিতে উল্টে পড়া বিমানটিতে আগুন জ্বলতে দেখা গেছে। অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডুলি উঠছে এবং এ দৃশ্য নিকটবর্তী মহাসড়ক থেকে দেখা যাচ্ছে।

বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, বিমানটি কাজাখস্তান বর্ডার গার্ড সার্ভিসের যা দেশটির ন্যাশনাল সিকিউরিটি কমিটির অংশ।