চাচড়া ইউনিয়নের দক্ষিণ চাচড়া গ্রামে রোববার এই
ঘটনা ঘটে তজুমদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা জানান।
নিহতরা হলেন মো. রাকিব
(৩৫), সাদ্দাম হোসেন (৩০) ও মো. আলাউদ্দিন (৩৫)।
আজ রবিবার দুপুর ১২ টার দিকে তজুমদ্দিন উপজেলার
চাচড়া ইউনিয়নের দক্ষিণ চাচড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে ইউএনও পল্লব কুমার হাজরা বলেন,
দক্ষিণ পশ্চিম চাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের সেপটিক ট্যাংকের
কাজ করছিলেন রাকিব ও সাদ্দাম। এক পর্যায়ে রাবিক ও সাদ্দাম ডাক-চিৎকার করলে আলাউদ্দিন
তাদের উদ্ধার করতে নামেন। পরে তিন জনকেই
মৃত উদ্ধার করা হয়।
চাচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজ উদ্দিন
হান্নান জানান, রাকিব ও সাদ্দাম তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের শিবপুর
খাসের হাট এলাকার বাসিন্দা ও আলাউদ্দিন একই উপজেলার চাচড়া ইউনিয়নের বাসিন্দা।