তিনি
এখন ঢাকার বারডেম হাসপাতালে রয়েছেন বলে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে জানানো
হয়েছে।
দলটির
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ মার্চ ডায়াবেটিকস, নিউরো ও কিডনি জটিলতায়
অসুস্থ হওয়ার পর বারডেম হাসপাতালে ভর্তি করা হয় হাজেরা সুলতানাকে।
“তার
করোনা পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, তিনি করোনামুক্ত আছেন। বর্তমানে চিকিৎসকের
পরামর্শের তাকে এইচডিইউতে (হাই ডিপেনডেন্সি ইউনিট) তার চিকিৎসা চলছে।”
পলিটব্যুরোর
সদস্য আনিসুর রহমান মল্লিক, মাহমুদুল হাসান মানিক, কেন্দ্রীয় নেতা আবুল হোসাইন ও
নারী মুক্তি সংসদের নেত্রী শিউলি সিকদার অসুস্থ নেত্রীর চিকিৎসার তদারক করছেন বলে
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
হাজেরা
সুলতানা দশম জাতীয় সংসদে নারী আসনের সংসদস সদস্য ছিলেন।