ক্যাটাগরি

বাসায় স্ত্রীর লাশ ফেলে পালানো স্বামী গ্রেপ্তার

রোববার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকা তাজুল ইসলাম ওরফে
তাজু (৪০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি নোয়াখালীর সুধারামে।

আকবর শাহ থানার ওসি জহির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশ
উদ্ধারের ঘটনায় নিহত গৃহবধূর ভাই মামলা করেছেন। মামলার পর থানা পুলিশের একটি দল চৌদ্দগ্রাম
উপজেলার চিওড়া এলাকা থেকে স্থানীয় পুলিশের সহায়তায় তাজুলকে গ্রেপ্তার করে।

“যে বাড়ি থেকে তাজুলকে গ্রেপ্তার করা হয়েছে সেটি তার দ্বিতীয় স্ত্রীর বাবার
বাড়ি। চট্টগ্রামে যে নারীর লাশ উদ্ধার করা হয় তিনি তাজুলের তৃতীয় স্ত্রী ছিলেন।”

চট্টগ্রামের বাসায় নারীর লাশ, ‘স্বামী’ লাপাত্তা
 

গত শুক্রবার রাতে নগরীর আকবর শাহ থানার বিশ্ব কলোনী ‘জি-ব্লকের’ একটি বাসা
থেকে রীমা নামের ওই গৃহবধুর লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানিয়েছিল, গত ১ মার্চ স্বামী-স্ত্রী পরিচয়
দিয়ে তাজুল ও রীমা বাসাটি ভাড়া নিয়েছিলেন। আর সপ্তাহ খানেক আগে তাজুল স্থানীয় একটি
চা দোকানে কাজ নিয়েছিলেন।

তাজুলকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি জহির বলেন, “শুক্রবার সকালে ঝগড়ার
এক পর্যায়ে সে রীমার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।”

গ্রেপ্তারের পর তাজুলকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করলে
মহানগর হাকিম হোসেন মোহাম্মদ রেজা দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে জানান ওসি।