ক্যাটাগরি

কুমিল্লার বরুড়ায় ভাতিজার হাতে চাচী খুন

নিহত জমিলা বেগম (৫০) উপজেলার হাটপুকুরিয়া গ্রামের তোরাব আলীর স্ত্রী।

সোমবার সকালে তাকে পাথরের আঘাতে হত্যার অভিযোগে শাহজাহান মিয়া (২৫) নামে এই ভাতিজাকে আটক করা হয় বলে বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান।

তিনি প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, আব্দুল করিমের ছেলের সঙ্গে শাহজাহানের ঝগড়া বাধে সকালে। একপর্যায়ে শাহজাহান পাথর দিয়ে চাচির মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে।

লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বরুড়া থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি ইকবাল।