ক্যাটাগরি

শেখ হাসিনাকে হত্যার হুমকি: চট্টগ্রামে বিএনপি নেতা দুদুর বিচার শুরু

সোমবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম কামরুন্নাহার রুমি এই মামলায় অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য ২৪ মে দিন রেখেছেন বলে বাদির আইনজীবী নিখিল কুমার নাথ জানান।

২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম জয়ন্তী রাণী রায়ের আদালতে এই অভিযোগ করেন। তখন আদালত দণ্ডবিধির ১২৪ (ক) ধারায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে ও ৫০৬ (২) ধারায় হত্যার হুমকির অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিসাপেক্ষে নিয়মিত মামলা করার ব্যবস্থা নিতে রাঙ্গুনিয়া থানা পুলিশকে নির্দেশ দেয়।

গত বছরের নভেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মামলাটি অনুমোদন দেয়া হয়। এরপর পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করে। এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে দুদু আদালতে হাজির হয়ে জামিন নেন।

রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম মামলার আর্জিতে বলেছিলেন, “গত ১৬ সেপ্টেম্বর ডিবিসি টেলিভিশনের আলোচনা অনুষ্ঠান রাজকাহনে শামসুজ্জামান দুদু বলেন ‘এদেশ থেকে বঙ্গবন্ধু যেভাবে বিদায় নিয়েছে, শেখ হাসিনাকেও সেভাবে বিদায় নিতে হবে। তাতে গণতন্ত্র পুনরুদ্ধার হবে।… ১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পূর্বেও এমন হুমকি দেওয়া হয়েছিল। দুদু গং ও একাত্তরের পরাজিত শক্তিরা এখন শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করছেন।”

 

আরও পড়ুন

বিএনপির দুদুর বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহ’ মামলার আর্জি
 

বিএনপির দুদুর বিরুদ্ধে আদালতে যুবলীগ নেতার অভিযোগ