সোমবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলী নয় বছর আগের এই মামলার রায় ঘোষণা করেন।
একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়, যা অনাদায়ে তাকে আরও তিন মাস কারাভোগ করতে হবে।
দণ্ডিত আরিফুল ইসলাম (৩৮) জেলার কালাই উপজেলার পূর্ব কৃষ্টপুর গ্রামের মতিউর রহমানের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ১৩ মার্চ সকালে আরিফুল ইসলাম ৯ বছর বয়সী চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে স্থানীয় একটি বিদ্যালয়ে প্রাইভেট পড়াচ্ছিলেন। এই সময় তিনি কক্ষের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি ফিরোজা চৌধুরী জানান, এই ঘটনায় ওই মেয়েটির বাবা বাদী হয়ে ওইদিনই কালাই থানায় মামলা করেন।
পরে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আসামি আরিফুল ইসলাম পলাতক হয়ে যান।