নিহত শংকর চন্দ্র বড়ুয়া (৫০) কক্সবাজারে উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ের
সহকারী প্রধান শিক্ষক। তিনি মিরসরাইয়ের হাইতকান্দির সুকুমার চন্দ্র বড়ুয়ার ছেলে।
সোমবার বেলা আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড এলাকায় এঘটনা
ঘটে বলে পুলিশ জানিয়েছে।
স্বজনদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই
আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাজারে যাওয়ার জন্য রাস্তা পার
হবার সময় একটি পিকআপ তাকে ধাক্কা দেয়।
“তাকে হাসপাতালে আনার পর বেলা সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।”