ক্যাটাগরি

১০ দল নিয়েই কোপা আমেরিকা

মহামারীকালে সব সূচি এলোমেলো হয়ে যাওয়ায় গত মাসে দক্ষিণ
আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই থেকে নাম সরিয়ে নেয় এশিয়ার দুই দল কাতার ও অস্ট্রেলিয়া।

তাদের জায়গায় নতুন দলকে আমন্ত্রণ জানানোর বিষয়ে ভাবছিল
কনমেবল। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে ব্যস্ত সূচির কারণে এই ভাবনা থেকে সরে আসে
তারা।

গত বছর গ্রীষ্মে (জুন-জুলাইয়ে) কোপা আমেরিকা মাঠে গড়ানোর
কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে তা স্থগিত হয়ে যায়।

প্রতিযোগিতাটির ১০৫ বছরের ইতিহাসে এবারই প্রথম দুই দেশে
হতে যাচ্ছে-আর্জেন্টিনা ও কলম্বিয়া। আগামী ১১ জুন শুরু হয়ে ১০ জুলাই শেষ হওয়ার কথা
আসরটি।

‘এ’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে আছে বলিভিয়া, উরুগুয়ে, প্যারাগুয়ে
ও চিলি। আগামী ১৩ জুন বুয়েন্স আইরেসে উদ্ভোধনী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও চিলি।

‘বি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গে আছে একুয়েডর, ভেনিজুয়েলা, পেরু ও কলম্বিয়া।

দুই গ্রুপের সেরা চার দল নিয়ে হবে কোয়ার্টার-ফাইনাল।