সোমবার মধ্যরাতে উপজেলার শীধল গ্রামে এই ঘটনা ঘটে বলে পুরিশ জানিয়েছে।
গ্রেপ্তাররা হলেন ২১ বছর বয়সী ওই গৃহবধূর স্বামী শীধল গ্রামের আতিয়ার রহমান (২৪), শ্বশুর শাহাদুল হক ও শাশুড়ি শাপলা বেগম।
ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন গৃহবধূর পরিবারের অভিযোগের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত ১টার দিকে এই গৃহবধূকে মারধরের ঘটনা দেখে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চান।
“পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং রাতেই অভিযান চালিয়ে স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করে।”
ওসি আজিম উদ্দিন জানান, মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হয়েছে।