সোমবার
সংসদ ভবনে কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
গত
ফেব্রুয়ারিতে সংসদীয় কমিটির বৈঠকে জানানো হয়েছিল, সারাদেশে বনের জমি জবরদখল করে রেখেছেন
মোট ১ লাখ ৬০ হাজার ৫৬৬ জন। তাদের দখলে আছে দুই লাখ ৫৭ হাজার ১৫৮ একর বনভূমি।
বনের
জমি দখল করে ঘরবাড়ি নির্মাণ, কৃষিকাজ থেকে শুরু করে তৈরি করা হয়েছে শিল্প কারখানা।
দেশে মোট বনভূমির পরিমাণ ৪৬ লাখ ৪৬ হাজার ৭০০ একর।
দখল
থেকে রক্ষা পায়নি সংরক্ষিত বনভূমিও। মোট দখলদারদের মধ্যে ৮৮ হাজার ২১৫ জন সংরক্ষিত
বনভূমি দখল করে রেখেছেন। তাদের জবরদখলে আছে ১ লাখ ৩৮ হাজার ৬১৩ দশমিক শূন্য ৬ একর সংরক্ষিত
বনভূমি।
ওই
বৈঠকে সংসদীয় কমিটি বনের জমি পুনরুদ্ধারের সুপারিশ করে।
সোমবারের
বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দেশের বিভিন্ন বনাঞ্চলে
জবর দখলকৃত বনভূমি উদ্ধারের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে কার্যক্রম অব্যাহত রাখার
জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।
বৈঠকে
জানানো হয়, ইতোমধ্যে বিভিন্ন অঞ্চলের ৮৩৬ একর ভূমি উদ্ধার করা হয়েছে।
এ
ছাড়া স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে নেওয়া বিভিন্ন প্রকল্পের কার্যক্রম
নির্ধারিত সময়ে শেষ করার সুপারিশ করা হয় বৈঠকে।
কমিটির
সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য পরিবেশন, বন ও জলবায়ু পরিবর্তন
মন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, নাজিম উদ্দিন আহমেদ, তানভীর শাকিল
জয়, জাফর আলম, রেজাউল করিম, খোদেজা নাসরিন আক্তার হোসেন ও শাহীন চাকলাদার বৈঠকে অংশ
নেন।