ক্যাটাগরি

চারুতার বিরুদ্ধে ৩০ কোটি টাকার ভ্যাট ফাঁকির মামলা

সোমবার ভ্যাট ফাঁকির অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করা হয়েছে বলে এনবিআররের ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এ বিষয়ে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের মহা পরিচালক ড. মইনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগ অনুসন্ধানে প্রতিষ্ঠানটির কাছ থেকে ২০১২ থেকে ২০১৭ অর্থবছর পর্যন্ত পাঁচ অর্থবছরের হিসাব তলব করা হয়। এই হিসাব নীরিক্ষা করে বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন হয়।

প্রতিষ্ঠানটিকে ভ্যাট ফাঁকির বিষয়টি স্বীকার করে নিয়ম অনুযায়ী জরিমানাসহ অর্থ পরিশোধের সুযোগ দিলেও তারা তা গ্রহণ না করায় মামলা করতে হয়েছে বলে জানান তিনি।