তার স্ত্রী লাভলী বেগম বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে তার স্বামীকে হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু
তার আগেই তার মৃত্যু হয়।
সাংবাদিক আবু আনাসের বয়স
হয়েছিল ৪৫ বছর। এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।
লাভলী বলেন, গত মাসের ১৮
তারিখ করোনাভাইরাসের টিকাও নিয়েছিলেন আনাস। শারীরিকভাবে সুস্থই ছিলেন।
“ভালো শরীরে ঘুমাতে গেল।
সকালে হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে নেওয়ার পথেই মারা গেল।”
মঙ্গলবার জোহরের পর জাতীয়
প্রেসক্লাবে এবং আছরের পর পান্থপথের বাসার কাছের মসজিদে জানাজা শেষে আবু আনাসকে আজিমপুর
কবরস্থানে দাফন করা হবে বলে জানান তার স্ত্রী।
দুই দশক ধরে সাংবাদিকতায়
যুক্ত আবু আনাস এক সময় ইংরেজি দৈনিক ইনডিপেনডেন্ট এবং নিউ নেশনেও কাজ করেছেন।
ইংরেজি সাহিত্যে লেখাপড়া
করা আনাস বিভিন্ন আন্তর্জাতিক প্রকাশনা এবং অনলাইনে লেখালেখিতেও সক্রিয় ছিলেন।
জলবায়ু পরিবর্তন বিষয়ে সাংবাদিকতার
জন্য প্রথম বাংলাদেশি সাংবাদিক হিসেবে ২০১৯ সালে ‘প্রিন্স অ্যালবার্ট টু অব মোনাকো
অ্যান্ড ইউএনসিএ’ পদক পান আবু আনাস।
তিনি জাতীয় প্রেসক্লাব এবং
ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্য ছিলেন।