নিউ জিল্যান্ডের বিপক্ষে
ওয়ানডে সিরিজের আগে মঙ্গলবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ দল। কুইন্সটাউনের
জন ডেভিস ওভালে তামিম ইকবাল একাদশকে ৯ উইকেটে হারায় নাজমুল হোসেন শান্ত একাদশ।
শান্ত একাদশ মাত্র
১ উইকেট হারালেও তাদের হয়ে ফিফটি করেন তিন ব্যাটসম্যান! ৫০ রানে অপরাজিত থেকে যান মুশফিকুর
রহিম। ৫৯ রান করে স্বেচ্ছায় ব্যাট ছাড়েন লিটন, ৫০ রান করে মিরাজ। অধিনায়ক শান্তও ৪০
রান করে ব্যাটিংয়ের সুযোগ দেন অন্যদের। মোহাম্মদ সাইফ উদ্দিন অপরাজিত থাকেন ১৬ রানে।
তামিম একাদশের একমাত্র
ফিফটি আসে মিঠুনের ব্যাট থেকে। ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। থিতু হয়ে আউট হন
এই দলের বেশ কজন। মেহেদি হাসান ফেরেন ৩৮ রানে, মাহমুদউল্লাহ ৩৫ আর সৌম্য সরকার করেন
২৮। ওপেনার মোহাম্মদ নাঈম শেখ বিদায় নেন ১২ রানে।
শান্ত একাদশের হয়ে
রুবেল হোসেন নেন ৪ উইকেট, সাইফ উদ্দিন ১টি। তামিম একাদশের একমাত্র উইকেট শিকারি বোলার
মুস্তাফিজুর রহমান।
হাঁটুর চোটের কারণে
এই ম্যাচ খেলেননি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। তামিম না খেললেও তার চোট গুরুতর নয় বলেই
জানা গেছে। সতর্কতা হিসেবেই বিশ্রামে ছিলেন ওয়ানডে অধিনায়ক।
এই ম্যাচ দিয়েই শেষ
হচ্ছে কুইন্সটাউনের ক্যাম্প। বুধবার দল যাবে প্রথম ওয়ানডের ভেন্যু ডানেডিনে। সেখানেই
প্রথম ওয়ানডে শনিবার।