সোমবার গভীর রাতে শহরের কাথুলী বাসস্ট্যান্ড পাড়ায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- মেহেরপুর পুলিশের কনস্টেবল রুবেল হোসেন ও তার সহযোগী সাইফুল ইসলাম।
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল হান্নান বলেন, “গোপন সংবাদে অভিযান চালিয়ে পুলিশ শহরের একটি বাড়ি থেকে ফেন্সিডিল ও ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।”
তিনি জানান, রুবেল মেহেরপুর পুলিশের এএসআই পদে কর্মরত ছিল। মাদক সেবনের অভিযোগে তাকে পদ থেকে বহিষ্কার করে কনস্টেবল করা হয়। সে দীর্ঘদিন ধরে গোপনে মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত ছিল।
আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান আব্দুল হান্নান।