অপহরণ, বিয়ে সংক্রান্ত মামলার এক আসামির জামিনের আবেদন
শুনানির সময় মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর
রহমানের বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে আসামির পক্ষে আইনজীবী ছিলেন শাহ ইমরান আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।
আদালত আসামিকে জামিন দিয়েছে বলে জানিয়েছেন আইনজীবী শাহ এমরান আহমেদ।
সাংবাদিকদের তিনি বলেন, ফেনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার সিরাজুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে সোনাগাজীর এক কিশোরীর বিয়ে নিবন্ধন করার ঘটনা তদন্ত করতে আদালত ফেনী জেলা রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন।
ফেনীর সোনাগাজী উপজেলার আলমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম জাবেদ ও একই উপজেলার ওই কিশোরীর পরিবারকে না জানিয়ে বিয়ে করেন। তাদের বিয়ে নিবন্ধন করেন কাজী সিরাজুল।
এ ঘটনায় জাহিদুলকে আসামি করে ২০২০ সালের ২৪ অক্টোবর সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন কিশোরীর বাবা।
এই মামলায় গ্রেপ্তার হওয়ার পর জাহিদুল ফেনীর মুখ্য বিচারিক হাকিম আদালতে জামিন চাইলে আদালতে তার জামিন নামঞ্জুর করে।
পরে হাই কোর্টে এসে জামিন আবেদন করেন তিনি।
৭ মার্চ সেই আবেদনের শুনানিতেই প্রাপ্তবয়স্ক দেখিয়ে কিশোরীর বিয়ে নিবন্ধনের বিষয়টি ধরা পড়ে।
তখন আদালত বিয়ে সংক্রান্ত সব কাগজপত্র ও রেজিস্ট্রার ভলিউমসহ ফেনী পৌরসভার নিকাহ রেজিস্ট্রার (কাজী) সিরাজুল ইসলাম মজুমদারকে মঙ্গলবার হাজির হতে বলে।
তলবে হাজির হয়ে কাজী নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। আদালত তাকে সতর্ক করে দিয়ে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়।