ক্যাটাগরি

ছয় মোবাইল টাওয়ার জব্দ, ওয়ান্ডারল্যান্ড পার্ক সিলগালা

সোমবার বিকালে রাজধানীর
নিউ মার্কেটের ছাদে থাকা রবির চারটি, বাংলালিংকের একটি এবং টেলিটকের একটি টাওয়ার জব্দ
করা হয়।

মোবাইল নেটওয়ার্কের
এসব টাওয়ার স্থাপনে ডিএসসিসির অনুমোদন ছিল না বলে জানিয়েছেন ডিএসসিসির প্রধান সম্পত্তি
কর্মকর্তা রাসেল সাবরিন।

তিনি বলেন, ২০১৬ সালের
সিটি করপোরেশন আদর্শ কর তফসিল অনুযায়ী করপোরেশন এলাকায় মোবাইল টাওয়ার স্থাপন করলে
বাড়ি বা স্থাপনা মালিকের সঙ্গে করা চুক্তিতে উল্লেখিত ভাড়ার ছয় ভাগের এক ভাগ হারে
ডিএসসিসিকে কর দেওয়ার বিধান রয়েছে।

“রবিকে কয়েকবার টেলিফোনে
এবং ছয়বার চিঠি পাঠিয়ে বাড়ি বা স্থাপনা মালিকের সঙ্গে তাদের করা ভাড়ার চুক্তিপত্র
পাঠানোর অনুরোধ করা হলেও তারা কোনো উত্তর দেয়নি।

“এসব টাওয়ার জব্দ করতে
আমরা অভিযান চালাই। নিউ সুপার মার্কেটের দক্ষিণে রবির একটি টাওয়ার থাকার কথা থাকলেও
সেখানে গিয়ে আমরা চারটি টাওয়ার দেখতে পাই। এছাড়া বাংলালিংকের একটি এবং টেলিটকের একটি
অনুমোদনবিহীন টাওয়ার সেখানে আমরা দেখতে পাই।”

এদিকে ডিএসসিসি জানিয়েছে,
গত ১৪ মার্চ স্বামীবাগ এলাকায় ডিএসসিসির মালিকানাধীন ‘ওয়ান্ডারল্যান্ড পার্কে’ অভিযান
চালিয়ে পার্কের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে
ডিএসসিসি জানিয়েছে, ডিএসসিসির ওই জমি ওয়ান্ডারল্যান্ড পার্ক পরিচালনার জন্য ভায়া মিডিয়া
সার্ভিস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে তিন বছরের জন্য ইজারা দেওয়া হয়। ইজারার মেয়াদ
শেষ হয় ২০০৫ সালের ১৮ ফেব্রুয়ারি। এরপর ওই ইজারার মেয়াদ আর নবায়ন করা হয়নি। ভায়া মিডিয়া
সার্ভিস লিমিটেড ২০০৮ সালে হাই কোর্টে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করে। আপিল
বিভাগ করপোরেশনের পক্ষে সেই মামলা নিষ্পত্তি করে।

তারপরও জায়গাটি ভায়া
মিডিয়া সার্ভিস লিমিটেড ডিএসসিসিকে বুঝিয়ে না দেওয়ায় অভিযান চালানো হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে
জানিয়েছে ডিএসসিসি।