ক্যাটাগরি

বদলে গেল পুলিশের ছেলের জন্মদিনের অতিথি

দেশে সামাজিক দূরত্বের বিধিনিষেধের মধ্যে ছেলের জন্মদিনের অতিথি বদলে ফেললেন নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী।

বাসায় খিচুড়ি আর ডিম রেঁধে বৃহস্পতিবার দুপুরে শহরের সড়কের পাশে দাঁড়িয়ে তা বিলিয়ে দিলেন কর্মহীন দেড় শতাধিক রিকশা চালককে।

এ পুলিশ কর্মকর্তা বলেন,“দেশের এ পরিস্থিতিতে খেটে খাওয়া অনেক মানুষ কর্মহীন হয়ে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। তাই এবারে ছেলে ও পরিবারের সদস্যদের সম্মতিতে জন্মবার্ষিকীর বরাদ্দের টাকায় বাসায় খিচুড়ি আর ডিম রান্না করে ১৫০ জন রিকশাচালকের মাঝে বিতরণ করলাম।

“অন্যবারের তুলনায় ছেলের এবারের জন্মবার্ষিকী পালনে বেশ তৃপ্তি পেয়েছি।’’

খাবার প্যাকেট হাতে পেয়ে হতবাগ আনন্দবাবুর পুল মোড়ের রিকাশাচালক নজরুল ইসলাম (৫৫)।

তিনি বলেন, “সকালে বাড়ি থ্যাকি বাহির হইছু। বেলা দেড়টা বাজি যাইছে মাত্র ৩০ টাকা আয় হইছে। দুপুর তো কি খাইম সেই চিন্তাই করছো। এমন সময় পুলিশ স্যার মোক দুইটা খাবার প্যাকেট ধরে দিল।

“এমন দূর দিনত কেউ কোন সাহায্য দেয়ছে না। ঘর থ্যাকি মানুষ কম বাহির হয়ছে। হামার কামাই রোজগার নাই কইলেই চলে।

“পুলিশ স্যারের দেওয়া দুইটি খাবারের প্যাকেট বাড়িত নিয়া গিয়া বউ ছাওয়াক দুপুরত খাওয়াইম।”