ক্যাটাগরি

কোভিড-১৯: সংক্রমণের উৎপত্তিস্থল নিয়ন্ত্রণের তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বুধবার বাংলাদেশ কলেজ অব
ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস-বিসিপিএস মিলনায়তনে আলোচনা সভায় তিনি বলেন, দেশে নানা ধরনের
অনুষ্ঠান হচ্ছে সেগুলোও নিয়ন্ত্রণ করতে হবে।

“যেসব জায়গায় রোগীর উৎপত্তি হচ্ছে সেই জায়গাগুলো আমাদের নিয়ন্ত্রণ
করতে হবে। নইলে লাখ লাখ লোককে স্বাস্থ্যসেবা দেওয়া যাবে না। হাসপাতালে জায়গা হবে না।
এতো সিট আমাদের নেই, কোনো দেশেই থাকে না।”

দেশে বেশ কয়েকদিন
ধরেই করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। গত এক দিনে আরও এক হাজার ৮৬৫ জনের মধ্যে করোনাভাইরাসের
সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ১১ জনের।

বুধবার সকাল পর্যন্ত আরও এক হাজার
৮৬৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৬২
হাজার ৭৫২ জন হয়েছে।

আর গত এক দিনে মারা যাওয়া ১১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মৃত্যু
বেড়ে ৮ হাজার ৬০৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, “করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে
তা নিয়ে অনেকে আলোচনা করছেন। কিন্তু কেন বাড়ছে সেটা নিয়ে কেউ কথা বলছে না।”

মন্ত্রী জানান, তিনি হিসাব নিয়ে দেখেছেন গত এক মাসে বিশ লাখ
মানুষ চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান এবং রাঙামাটি বেড়াতে গেছে। এছাড়া হাজার হাজার
লোক বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছে।

“এদের মধ্যে বেশিরভাগই স্বাস্থ্যবিধি মানছে না। বেশিরভাগ লোক
মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে। তারা তারা নিজেদের সংক্রমিত করছে। বিয়ে-শাদী হচ্ছে অনেক,
বিয়েতে ১-২ হাজার করে লোক আসছে। কেউ মাস্ক পরে না। কোটি লোক বিয়েশাদীতে যোগ দিয়েছে
মাস্ক ছাড়া।”

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে গুরুত্ব দিয়েছিলেন, তার কন্যা শেখ হাসিনাও স্বাস্থ্যখাতের
প্রতি গুরুত্ব দিয়েছেন। সে কারণেই স্বাস্থ্যখাতে বাংলাদেশ আজকের এই অবস্থানে এসেছে।

“স্বাধীনতার সময় আমরা মাত্র ৬-৭টা মেডিকেল কলেজ পেয়েছিলাম। আর
আজ বাংলাদেশে ৩৮টি সরকারি মেডিকেল কলেজ। একটাও মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না, এখন পাঁচটা
মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে। জেলা, উপজেলা হাসপাতালে সিট দ্বিগুণ হয়ে গেছে। স্বাধীনতার
সময় ৭ হাজারের মতো সিট ছিল, আজ  সরকারি-বেসরকারি
দেড় লাখ শয্যা আছে হাসপাতালের।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিকিৎসকদের প্রথম শ্রেণির
কর্মকর্তার মর্যাদা দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নার্সদের দ্বিতীয় শ্রেণিতে
উন্নীত করেছেন।