ক্যাটাগরি

আতলেতিকোকে ফের হারিয়ে শেষ আটে টুখেলের চেলসি

স্ট্যামফোর্ড ব্রিজে বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ২-০ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের অগ্রগামিতায় পরের রাউন্ডে উঠল স্বাগতিকরা। আতলেতিকোর মাঠে অলিভিয়ে জিরুদের গোলে জিতেছিল ইংলিশ দলটি।

চেলসির ভীষণ বাজে সময়ের মধ্যে গত ২৭ জানুয়ারি দায়িত্ব নেন টুখেল। এরপর থেকে এখনও হারেনি দলটি। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে ১৩ ম্যাচ অপরাজিত রইলো তারা, জয় ৯টি ও ড্র ৪টি। 

(বিস্তারিত আসছে)