স্পোর্টস ডেস্ক,
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Mar 2021 02:36 PM BdST
Updated: 18 Mar 2021 02:36 PM BdST
-
অনুশীলনে বাংলাদেশ ক্রিকেট দল। ফাইল ছবি
মহামারীকালে নিজেদের প্রথম সফরে নিউ জিল্যান্ড গেছে বাংলাদেশ। সেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা।
তারিখ ও বার |
ম্যাচ |
বাংলাদেশ সময় |
ভেন্যু |
২০ মার্চ, শনিবার |
১ম ওয়ানডে |
ভোর ৪টা |
ডানেডিন |
২৩ মার্চ, মঙ্গলবার |
২য় ওয়ানডে (দিবা-রাত্রি) |
সকাল ৭টা |
ক্রাইস্টচার্চ |
২৬ মার্চ, শুক্রবার |
৩য় ওয়ানডে |
ভোর ৪টা |
ওয়েলিংটন |
|
|
|
|
২৮ মার্চ, রোববার |
১ম টি-টোয়েন্টি |
সকাল ৭টা |
হ্যামিল্টন |
৩০ মার্চ, মঙ্গলবার |
২য় টি-টোয়েন্টি (রাত্রি) |
বেলা ১২টা |
নেপিয়ার |
১ এপ্রিল, বৃহস্পতিবার |
৩য় টি-টোয়েন্টি (রাত্রি) |
বেলা ১২টা |
অকল্যান্ড |