ক্যাটাগরি

করোনাভাইরাস: আক্রান্ত ইন্টার মিলান গোলরক্ষক

দলটির ফুল ব্যাক দানিলো দি’আমব্রোসিওর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরের দিন কোভিড-১৯ পজিটিভ হলেন হান্দানোভিচ।

ফলে আগামী শনিবার সেরি আয় সাস্সুয়োলোর বিপক্ষে অধিনায়ককে পাওয়া যাবে না বলে বুধবার এক বিবৃতিতে জানায় ইন্টার। সংক্রমণের বিষয়টি মাথায় রেখে শুক্রবারের সংবাদ সম্মেলনও স্থগিত করেছে ক্লাবটি।

আন্তোনিও কন্তের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হান্দানোভিচ। চলতি মৌসুমে ৩৬ বছর বয়সী এই স্লোভেনিয়ান খেলেছেন দলের প্রতিটা ম্যাচ।

১১ বছরের মধ্যে প্রথম লিগ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে ইন্টার। দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে রয়েছে তারা।