ছবিটি রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসসহ দেশের ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছে পরিবেশক সংস্থা জাজ মাল্টিমিডিয়া।
হাবিবুর রহমানের পরিচালনায় এ ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও আহমেদ রুবেল।
একই দিন স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘গন্তব্য’ চলচ্চিত্র। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, আইরিন, আমান রেজা, আফফান মিতুলসহ আরও অনেকে।
এছাড়াও নাজিম শাহরিয়ার জয়ের ‘প্রিয় কমলা’, তৌকীর আহমেদের ‘স্ফূলিঙ্গ’ ও নার্গিস আক্তারের ‘যৌবতী কন্যার মন’ ১৯ মার্চ মুক্তির কথা থাকলেও তা পেছানো হয়েছে।
‘স্ফূলিঙ্গ’ ও ‘যৌবতী কন্যার মন’ ২৬ মার্চ মুক্তি দেওয়া হবে; প্রিয় কমলার মুক্তির নতুন তারিখ এখনও জানানো হয়নি।
এর আগে ১২ মার্চ মুক্তি পেয়েছে দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’।