ক্যাটাগরি

ডিএসইর ওয়েবসাইট স্থবির ছিল ৪৬ মিনিট

বৃহস্পতিবার সকাল ১১টা ১৪ মিনিট থেকে বেলা ১২টা পর্যন্ত ডিএসইর সাইট হালনাগাদ তথ্য দিতে পারেনি।

এই সময়ে বাজারে লেনদেন চললেও মুহূর্তে মুহূর্তে পরিবর্তনশীল শেয়ারের দাম দেখতে না পেয়ে সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়েন বিনিয়োগকারীরা।

এ বিষয়ে ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) জিয়াউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওয়েবসাইটের হোস্ট কোম্পানির একটি সুইচে সমস্যা হয়েছিল, তাই ডেটা আপডেট হচ্ছিল না।

“এটা ডিএসইর সমস্যা নয়, হোস্টিংয়ের সমস্যা। ভবিষ্যতে এধরনের সমস্যা, যাতে না হয়, সেবিষয়ে পদক্ষেপ নেব।”

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বর্তমানে সকাল ১০ টা থেকে বেলা আড়াইটা পর‌্যন্ত লেনদেন হয়। 

বৃহস্পতিবার লেনদেন ৪৬ মিনিট চলাকালিন তথ্য আপডেট হচ্ছিলনা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে।