ক্যাটাগরি

মেক্সিকোতে পুলিশের গাড়িবহরে বন্দুকধারীদের হামলায় নিহত ১৩

নিহতদের মধ্যে পুলিশের সদস্য ছাড়াও ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কার্যালয়ের এজেন্টরা আছেন। 

বৃহস্পতিবার মেক্সিকো রাজ্যের কোটেপেক হারিনাস পৌরসভায় এ চোরাগোপ্তা হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া পুলিশের গাড়ি ও রাস্তার ধারে পড়ে থাকা মৃতদেহ দেখা গেছে।

এখন পর্যন্ত কেউই এ হামলার দায় স্বীকার করেনি বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

রাজধানী মেক্সিকো সিটির পার্শ্ববর্তী মেক্সিকো রাজ্যে অনেকগুলো অপরাধী চক্র সক্রিয়। বৃহস্পতিবার পুলিশের গাড়িবহরে হামলায়ও এক বা একাধিক চক্রের হাত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

গত বছর মেক্সিকোতে বিভিন্ন হামলায় ৫০০র বেশি পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার পুলিশের গাড়িবহরটি সশস্ত্র অপরাধী গোষ্ঠী ক্রিয়াশীল এমন একটি এলাকায় টহল দিচ্ছিল। এরই একপর্যায়ে ওই বহর চোরাগোপ্তা হামলার মুখে পড়ে বলে জানিয়েছে পুলিশ।

মেক্সিকো রাজ্যের নিরাপত্তামন্ত্রী রড্রিগো মার্টিনেজ-সেলিস বলেছেন, তারা এ হামলার প্রতিক্রিয়ায় সর্বশক্তি নিয়েই নামবেন। 

হামলাকারীদের ধরতে এরই মধ্যে মেক্সিকোর ন্যাশনাল গার্ড ও সশস্ত্র বাহিনীর বেশ কয়েকটি ইউনিট মোতায়েন করা হয়েছে।