মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুক্রবার হওয়া ফাইনালে হেমায়েত ২-০
সেটে হাসান মোল্লাকে হারান। নারী এককের ফাইনালে সাবিনা ২-০ সেটে জেতেন আইনুন নিশাতের বিপক্ষে।
তিন দিনব্যাপী টুর্নামেন্টে দুই ইভেন্টে ৪০ জন পুরুষ ও ১০ জন নারী
মিলিয়ে মোট ৫০ জন খেলোয়াড় অংশ নেন।