শনিবার উড়োজাহাজটি ফ্রান্স থেকে দেশে এসে পৌঁছাবে বলে ইউএস-বাংলা এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইউএস-বাংলার বহরে এখন মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এবং ছয়টি এটিআর ৭২-৬০০। নতুন উড়োজাহাজটি নিয়েয়ে তাদের এয়ারক্রাফট হবে ১৪টি।
এর মধ্যে দিয়ে দেশে বেসরকারি এ বিমান পরিবহন সংস্থাগুলোর মধ্যে ইউএস-বাংলার এয়ারক্রাফট সংখ্যাই হবে সবচেয়ে বেশি।
ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, “ফ্রান্সের ফ্র্যান্কাজল এয়ারপোর্ট থেকে গ্রিস, আরব আমিরাত ও ভারত হয়ে নতুন এয়ারক্রাফটটি শনিবার রাতে ঢাকায় অবতরণ করবে।”
২০১৪ সালের ১৭ জুলাই দুটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট নিয়ে ঢাকা-যশোর ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে যাত্রা শুরু করে ইউএস-বাংলা।
কামরুল ইসলাম বলেন, আরও বেশি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার লক্ষ্যে আগামী জুন মাসের মধ্যে আরও দুটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে তাদের।
বর্তমানে অভ্যন্তরীণ সব রুটসহ আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মাস্কাট, দোহা, দুবাই, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজুতে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।