ক্যাটাগরি

গাইবান্ধায় ৩ শিশুর মাটি চাপা লাশ উদ্ধার

বেলকা ইউনিয়নের কিশামত গ্রামে শুক্রবার এই ঘটনা ঘটে বলে সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান জানিয়েছেন।

নিহতরা হলো কিশামত গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিফাত মিয়া (৪), তার ফুফাত ভাই গাইবান্ধা সদরের বারো বলদিয়া গ্রামের মাসুদ মিয়ার ছেলে হজরত আলী (৭) ও আবির হোসেন (৫)। 

শিশুদের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, কয়েকদিন আগে হজরত আলী ও আবির হোসেন তাদের নানার বাড়ি সুন্দরগঞ্জের কিশামত গ্রামে বেড়াতে আসে।

ওসি জানান, তারা দুইভাই শুক্রবার সকাল ১১টার দিকে মামাত ভাই রিফাত মিয়ার সঙ্গে বাড়ির বাইরে খেলতে যায়। সেখানে একটি রাস্তার কাজে নতুন মাটি ফেলা হয়েছে। মাটি কাটার কারণে রাস্তার পাশে অনেক গর্ত হয়েছে। সেখানে তারা তিনজন খেলছিল।

ওসি আরও বলেন, দুপুর গড়িয়ে বিকাল হলেও তারা বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে আশপাশের লোকজন ওই নতুন রাস্তায় শিশু তিনজন খেলছিল বলে স্বজনদের জানান। পরে মাটি সরালে তাদের লাশ বের হয়ে আসে।

“খেলার এক পর্যায়ে গর্তের পাশের মাটি ধসে তাদের উপর পড়ে বলে ধারণা করা হচ্ছে।”

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে ওসি জানান।