ক্যাটাগরি

লাফিয়ে সিংহের খাঁচায় পড়ে মৃত্যুর মুখে এক ভারতীয়

এনডিটিভি জানায়, ওই ব্যক্তির নাম গৌতম গুচাইত (৪০)। শুক্রবার ঘটনার সময় তিনি মাতাল ছিলেন বলে ধারণা করছে পুলিশ। তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্য দর্শণার্থীদের কাছ থেকে খবর পয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাকে গুরুতর জখম অবস্থা সিংহের খাঁচা থেকে উদ্ধার করে। উদ্ধারের সময় তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে ছিলেন।

গৌতমের বাড়ি কলকাতা থেকে ১২০ কিলোমিটার দূরে পূর্ব মেদনীপুরে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানায় পুলিশ।

এরআগে ২০১৮ সালে কেরালায় একই ধরনের ঘটনা ঘটেছিল। তারও আগে ২০১৬ সালে হায়দরাবাদের নেহেরু জিওলজিক্যাল পার্কে ৩৫ বছরের এক মাতাল ব্যক্তি একই কাণ্ড করলে স্থানীয় একটি আদালত তাকে চার মাসের কারাদণ্ড দেয়।