ক্যাটাগরি

বিএনপির দপ্তরের দায়িত্বে প্রিন্স

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার এক চিঠিতে তাকে এই দায়িত্ব দিয়েছেন বলে তিনি নিজেই জানিয়েছেন।

প্রিন্স শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহাসচিবের চিঠি পেয়ে আজকে থেকে আমি দপ্তরে বসছি।”

চিঠিতে বলা হয়, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ হওয়ায় তিনি সুস্থ না হওয়া পর্যন্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সাময়িকভাবে দপ্তরের দায়িত্ব পালন করতে অনুরোধ করা যাচ্ছে।

এর আগেও গত বছরের ১৩ অক্টোবর রিজভী হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলে প্রিন্সকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল।

১৭ মার্চ করোনাভাইরাসের আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন রিজভী।