জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়ার পর থেকে মার-আ-লাগোকে নিজের বাসস্থান হিসেবে ব্যবহার করছেন ট্রাম্প।
রিজোর্টটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বিচ ক্লাব এবং একটি লা কার্ত ডাইনিং রুম বন্ধ রাখা হয়েছে; তবে পরীক্ষায় কতোজনের করোনাভাইরাস পজিটিভ এসেছে তারা তা নির্দিষ্ট করে জানায়নি বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ট্রাম্প গত অক্টোবরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। জানুয়ারিতে তিনি টিকা নিয়েছেন।
করোনাভাইরাস ধরা পড়ার পর ট্রাম্প কয়েকদিনের জন্য হাসপাতালে ছিলেন। ওই সময় স্বল্প মাত্রার স্টেরয়েড ডেক্সামেথাসোন দিয়ে তাকে চিকিৎসা দেওয়া হয়েছিল।
ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও তার ছেলে ব্যারনও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ওই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ঘনিষ্ঠ হোয়াইট হাউসের বেশ কয়েকজন কর্মকর্তাও আক্রান্ত হয়েছিলেন।
ওয়াশিংটন পোস্টের হাতে আসা একটি ইমেইল থেকে জানা গেছে, তারা ‘পরিস্থিতির প্রতিক্রিয়ায় সব উপযুক্ত পদক্ষেপ’ নিয়েছে এবং তাদের ব্যাঙ্কোয়েট ও ইভেন্ট সেবা খোলা আছে বলে মার-আ-লাগো সদস্যদের কাছে পাঠানো ইমেইলে জানিয়েছে।
জানুয়ারিতে মার-আ-লাগোর নিউ ইয়ার ইভ পার্টির কিছু ছবি জনসম্মুখে প্রকাশ পায়, তাতে দেখা যায় উপস্থিত অনেক অতিথির মুখেই মাস্ক নেই।
ওই অনুষ্ঠানে করোনাভাইরাস বিধিনিষেধ লঙ্ঘিত হয়েছে, এমন একটি বার্তা দিয়ে তখন রিজোর্টটিকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছিল ফ্লোরিডার পাম বিচ কাউন্টি কর্তৃপক্ষ।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মাসে রিপাবলিকান ন্যাশনাল কমিটির বসন্ত বিদায় চলাকালে ক্লাবটি কয়েকটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছিল।