ক্যাটাগরি

শরীয়তপুরে ৮ কিলোমিটার ভাঙা রাস্তায় দুর্ভোগ

সরেজমিনে নড়িয়া উপজেলার আনাখণ্ড থেকে ভেনোপা বাজার পর্যন্ত আট কিলোমিটার রাস্তায়
অসংখ্য ছোট-বড় গর্ত ও খানাখন্দ দেখা গেছে।

দুলুখণ্ড এলাকার সালেহা বেগম এই রাস্তায় নিয়মিত চলাচল করেন।

সালেহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই বছর ধরে রাস্তাটি নষ্ট হয়ে
যাওয়ায় আমরা ছেলেমেয়ে নিয়ে গাড়িতে যাতায়াত করতে পারছি না। পায়ে হেঁটেই চলতে হচ্ছে।”

রাস্তায় প্রতিদিন দুর্ঘটনা ঘটে জানিয়েছেন আচুড়া গ্রামের রিকশাচালক ফোরহাদ মিয়া।

তিনি বলেন, “রিকশার বেয়ারিং, ফর্ক ভেঙে যায়। এতে দুর্ভাগে পড়তে হয়। আবার রাস্তায়
না এসেও উপায় নেই।”

একদিন দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন বলে জানালেন কাপাশপাড়া গ্রামের
নূরুল হক সরদার নামে এক ব্যক্তি।

এমন আরও নানা রকম সমস্যার কথা জানিয়েছেন ওই সড়ের আশপাশের নাজিমপুর, সিঙ্গাচুরা,
কান্দিগাঁও, দামগারিয়া, কাজলকোট, গাংসার, দাদরা, আচুরা, বিঝারীসহ বিভিন্ন গ্রামের মানুষ।

নড়িয়া উপজেলা এলজিইডির প্রকৌশলী শাহাব উদ্দিন খান বলেন, আনাখণ্ড থেকে ভেনোপা
বাজার পর্যন্ত আট কিলোমিটার সড়কটি মেরামতের প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া শেষ হলেই কাজ
শুরু হবে।