ক্যাটাগরি

সহনীয় মাত্রায় থাকবে জলাবদ্ধতা, আশা মেয়র রেজাউলের

শনিবার
দুপুরে বহদ্দারহাট মোড় থেকে বাড়ইপাড়া রাস্তার মুখ পর্যন্ত বড় নালা থেকে আবর্জনা ও মাটি
অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে এ কথা বলেন।

মেয়র
রেজাউল বলেন, “নগরীর যে অংশে বর্ষায় স্থায়ী জলজট হয় সেখানকার মোট নালা-নর্দমা-খালের
৫০ শতাংশ যদি পানি প্রবাহপথ বাঁধামুক্ত করা সম্ভব হয়, তাহলে বর্ষায় জলাবদ্ধতা সমস্যা
সহনীয় মাত্রায় থাকবে।

“বর্ষা
মৌসুম শুরুর আগেই যেখানে জলজট হতে পারে সেখানকার স্বাভাবিক পানি চলাচল ও নিষ্কাশনের
প্রতিবন্ধকতা অপসারণসহ নালা-নর্দমা-খালে আবর্জনা ও মাটি মুক্ত করণের কাজ ক্রাশ প্রোগ্রামের
অধীনে চলমান থাকবে।”

মেয়র
আরও বলেন, “জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে মেগা প্রকল্প বাস্তবায়নে চাক্তাই
খালের যেসব স্থানে বাঁধ দেওয়া হয়েছে সেখান থেকে জমাট পানি সরানোর বিকল্প পথ তৈরি করতে
প্রকল্প কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হয়েছে। সেটা হলে এ বছর নগরীর জলাবদ্ধতা না হলেও
জলজট সমস্যা প্রকট হবে না।”

‘চট্টগ্রাম
শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ নামে পাঁচ
হাজার ৬১৬ কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়ন করছে সিডিএ। প্রকল্পের পূর্ত কাজ করছে সেনাবাহিনীর
৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। 

এই
প্রকল্পের আওতায় নগরীর বেশ কয়েকটি খালে স্লুইস গেট ও সীমানা দেয়াল নির্মাণের জন্য খালের
মাঝে বাঁধ দেওয়া হয়েছে।

এই
প্রকল্পের আওতায় বন্দর নগরীতে মোট ৩৬টি খালে খনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন কাজ
হবে।

শনিবারের
অনুষ্ঠানে নগরবাসীর উদ্দেশে মেয়র বলেন, “নালা-নর্দমার উপর অননুমোদিত স্ল্যাব স্থাপন
দণ্ডনীয় অপরাধ। আর যারা বাড়ি, দোকান, ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নালা-নর্দমাকে ডাস্টবিন
বানিয়ে ফেলেছেন, এগুলো নিজ উদ্যোগে সরিয়ে না ফেললে তাদেরকে শাস্তি পেতে হবে।

“পরিচ্ছন্নতার
বিষয়টি কর্পোরেশনের একার নয়, নগরীতে বাস করতে হলে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল হয়ে
কিছু আইন-কানুন মেনে চলতে হবে।”

এসময়
সিসিসির কর্মকর্তারা মেয়রের সঙ্গে ছিলেন।

আরও পড়ুন

প্রকল্প বাস্তবায়নে সমন্বয়ে একমত রেজাউল-দোভাষ
 

সিডিএর প্রকল্পে ‘অসঙ্গতি’ দেখছেন নাছির
 

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্প
 

চট্টগ্রামের খাল উদ্ধারে টাস্কফোর্স, প্রধান হবেন মেয়র
 

জলাবদ্ধতা নিরসনে সিডিএ-সিসিসি ‘সমঝোতা’