ক্যাটাগরি

কোভিড-১৯: ভারতে সংক্রমণের নতুন ক্লাস্টার মহাকুম্ভ মেলা

এ মাসে শুরু হওয়া মহাকুম্ভ মেলা পুরো এপ্রিল জুড়ে চলবে। ওই সময়ে ১৫ কোটির বেশি মানুষ মেলায় অংশ নেবেন বলে প্রত্যাশা আয়োজকদের। প্রতি ১২ বছর পরপর এই মহাকুম্ভ মেলা আয়োজন করা হয়।

মেলা শুরু হওয়ার পর সেখানে প্রতিদিন ৪০ জনের বেশি কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত হচ্ছে বলে জানায় ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

উত্তরাখণ্ড সরকার হরিদ্বারে প্রতিদিন গড়ে ৫৫ হাজার মানুষের কোভিড-১৯ পরীক্ষা করছে। যদিও স্বাস্থ্য মন্ত্রণালয় এটিকে যথেষ্ট মনে করছে না। পরীক্ষা আরো বাড়াতে তাই মন্ত্রণালয় থেকে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে। প্র্রতিদিন যে পরিমাণ তীর্থযাত্রী জড়ো হচ্ছে তাতে আক্রান্তের সংখ্যা আরো বেশি হবে বলেই মত তাদের।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘‘কুম্ভ মেলায় যত পূণ্যার্থী আসবেন বলে ধারণা করা হচ্ছে তাতে এখানে যত মানুষ কেভিড-১৯ পজিটিভ হবে তার ফলে দেশজুড়ে শনাক্তের সংখ্যা দ্রুত বেড়ে যেতে পারে।

‘‘ভারতের ১২টি রাজ্যে গত কয়েক সপ্তাহে শনাক্তের সংখ্যা উদ্বেগজনকহারে বেড়েছে। ওইসব রাজ্য থেকেও লোকজন কুম্ভ মেলায় যোগ দিতে নিশ্চিয়ই হরিদ্বারে যাবে।”

উত্তরাখণ্ড রাজ্য সরকার থেকে বলা হয়, তারা মেলায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। এজন্য তারা মেলা চত্বরে বিনামূল্যে কয়েক লাখ মাস্ক বিতরণ করেছে। এছাড়া, যেসব স্থানে ভিড় বেশি হয় সেসব স্থান নিয়মিত জীবাণুমুক্ত করা হচ্ছে। একইসঙ্গে কেন্দ্র সরকার থেকে জারি করা বিধিনিষেধও অনুসরণ করা হচ্ছে।

ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৮৪৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। অর্থাৎ, গত নভেম্বরের পর আবারও দৈনিক শনাক্ত ৪০ হাজার ছাড়াতে শুরু করেছে। মোট শনাক্তের মধ্যে ৬০ শতাংশই মহারাষ্ট্রের বাসিন্দা।

দৈনিক মৃত্যুও বেড়ে ১৯৭ জনে পৌঁছেছে। যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ। ভারতে এ রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ৫৯ হাজার ৭৫৫ জন ‍মারা গেছেন।

ভারতে গত ১৬ জানুয়ারি থেকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়।