আহমেদাবাদে
শনিবার হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে নির্ধারিত সময়ে দুই ওভার কম
বোলিং করে ভারত। আইসিসির নিয়মে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম বোলিং করার
জন্য ওই দলের খেলোয়াড়দের প্রত্যেককে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়।
ম্যাচটি এক
অর্থে হয়ে দাঁড়িয়েছিল ফাইনাল। যেখানে ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ড রান সংগ্রহ করে
৩৬ রানের জয় তুলে নেয় ভারত। স্বাগতিকরা সিরিজ জেতে ৩-২ ব্যবধানে।
ম্যাচ রেফারি
জাভাগাল শ্রীনাথ মন্থর ওভার রেটের অভিযোগ আনলে তা মেনে নেন ভারত অধিনায়ক কোহলি।
ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
এই সিরিজে
মন্থর ওভার রেটের কারণে একবার শাস্তি পেতে হয়েছিল ইংল্যান্ডকেও। চতুর্থ
টি-টোয়েন্টিতে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয় ওয়েন মর্গ্যানদের।