ক্যাটাগরি

তিস্তা অভিমুখে বাসদের রোড মার্চ

ঢাকা থেকে শুরু হওয়া রোডমার্চটি রোববার রংপুর শহরে পৌঁছায়।

এ সময় পথসভায় বক্তারা তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে
আন্তর্জাতিক ফোরামে সরকারকে আলোচনা উত্থাপনের আহ্বান জানান।

সমাবেশ থেকে সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক হামলার নিন্দা ও দোষীদের
বিচারের দাবিও জানানো হয়।

এ সভায় বক্তব্য দেন, বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, নিখিল
দাস, জয়নাল আবেদীন মুকুল, নব কুমার কর্মকার, আলফাজ হোসেন যুবরাজ, মাসুদ পারভেজসহ অন্যরা।

পথসভা শেষে রোডমার্চটি রংপুর নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তিস্তা অভিমুখে
রওনা হয়।