রোববার দুপুর দেড়টার
দিকে ওই হামলায় আহত সিআইডির পরিদর্শক
গাজী মিজানুর রহমান
(৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঢাকা মেডিকেল পুলিশ
ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন
মিজানুর রহমান।
আহত মিজানুর রহমান
হাসপাতালে সাংবাদিকদের জানান, মোহাম্মদপুরের বসিলায় নিজের জমি দেখতে গেলে ‘সন্ত্রাসীরা’
তার ওপর হামলা চালায়।
“তারা আমার মোটরসাইকেল
ভাঙচুর ও সঙ্গে থাকা পিস্তল ছিনিয়ে নিয়ে যায়।”
মোহাম্মদপুর থানার
ওসি আব্দুল লতিফ বলেন, “জমি সংক্রান্ত বিরোধে মারামারি হয়েছে এবং আগ্নয়াস্ত্র খোয়া
গেছে। তবে অস্ত্রটি সরকারি না ব্যক্তিগত তা জানা যায়নি।”
ঘটনাস্থলে পুলিশ গিয়ে
কাউকে পায়নি জানিয়ে ওসি বলেন, হাসপাতালে পুলিশ যাচ্ছে।
গাজী মিজানুর রহমানের
তার বর্তমান কর্মস্থল নারায়ণগঞ্জে।