এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, সোমবার ভোরে গালফ এয়ারের (জিএফ ২৫১) একটি ফ্লাইটে বাহারাইন হয়ে সৌদি আরবে যাওয়ার কথা ছিল রাকিব হোসেন নামের ওই যুবকের।
ভোর সাড়ে ৩টায় বিমানবন্দরের আন্তর্জাতিক বহির্গমন টার্মিনালে প্রবেশ করার পর তাকে তল্লাশি করেন নিরাপত্তারক্ষীরা।
“এ সময় তার সাথে থাকা তেঁতুলের আচারের দুটি বড় বয়ামে ৯ হাজার ৮৮৫টি ইয়াবা পাওয়া যায়। তখন তাকে গ্রেপ্তার করা হয়।”
৩১ বছর বয়সী রাকিবের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে। নাজমুল নামের এক ট্রাভেল এজেন্ট ওই ‘আচারের বয়াম’ তাকে দিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এপিবিএনের কাছে দাবি করেছেন তিনি।
রাকিবের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ একটি আইনে মামলা করা হয়েছে।