ক্যাটাগরি

মেহেরপুরে নূর হত্যায় ৫ জনের যাবজ্জীবন

সোমবার অতিরিক্ত
জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস এই রায় দেন।

দণ্ডিতরা হলেন সদর
উপজেলার হিজুলী গ্রামের আইজুদ্দিনের ছেলে সাগর হোসেন, আলী মহালদারের ছেলে মোহাম্মদ
হক, মফিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ সোনা, তাহাজ উদ্দিনের ছেলে আলফাজ উদ্দিন ও নজির উদ্দিনের
ছেলে হামিদুল ইসলাম।

এদের মধ্যে আলফাজ,
হামিদুল ও সোনা পলাতক রয়েছেন বলে অতিরিক্ত পিপি কাজী শহিদুল ইসলাম জানিয়েছেন।

শহিদুল ইসলাম জানান,
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১০ সালের ২০ মার্চ রাতে হিজুলী গ্রামের ব্যবসায়ী নূর
ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন পুলিশ গ্রামের মাঠ থেকে মরদের
উদ্ধার করে।

এই ঘটনায় নূর ইসলামের
স্ত্রী সাকেলা খাতুন বাদী হয়ে ১১ জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় হত্যা মামলা দায়ের
করেছিলেন।

মামলার তদন্তকারী
কর্মকর্তা উপপরিদর্শক কামাল হোসেন পাঁচ জনের বিরুদ্ধে আদালতে অীভযোগপত্র দেন।

আসামিপক্ষে আসাদুল
আযম খোকন এবং রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহিদুল ইসলাম মামলা পরিচালনা করেছেন।