ক্যাটাগরি

বাঙালির উদযাপন মঞ্চে নেপালের প্রেসিডেন্ট

সোমবার
‘বাংলার মাটি আমার মাটি’ থিমে ষষ্ঠ দিনের আয়োজনে সম্মানিত অতিথির বক্তব্য দেবেন
নেপালের প্রথম নারী রাষ্ট্রপতি।

জাতীয়
প্যারেড স্কয়ারে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
শেখ হাসিনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন রাষ্ট্রপতি
মো. আবদুল হামিদ।

বিকাল
সাড়ে ৪টার দিকে বিদ্যা দেবী ভাণ্ডারী অনুষ্ঠানস্থলে এলে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি
মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা।

শিল্পকলা
একাডেমির পরিবেশনায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পাঠ করা হয় ধর্মগ্রন্থ
থেকে।

১০
দিনের আয়োজনের মূল প্রতিপাদ্য ‘মুজিব চিরন্তন’ এর উপর নির্মিত অ্যানিমেশন ভিডিওর পর
দেখানো হয় বিমান বাহিনীর ফ্লাই পাস্টের ভিডিও।

অনুষ্ঠানের
প্রথম পর্বে আলোচনা চলবে বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মাঝে আধা ঘণ্টার বিরতি দিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, চলবে রাত ৮টা পর্যন্ত।

অনুষ্ঠানটি
টেলিভিশন, বেতার, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায়
সরাসরি সম্প্রচার করা হচ্ছে।