ক্যাটাগরি

ইব্রার আরেক ইতিহাস

ফিওরেন্তিনার বিপক্ষে রোববার রোমাঞ্চকর
৩-২ ব্যবধানের জয়ের পথে ইব্রাহিমোভিচের গোলেই শুরুতে এগিয়ে গিয়েছিল মিলান। এদিন তার
বয়স ছিল ৩৯ বছর ১৬৯ দিন।

গত ২৮ ফেব্রুয়ারি রোমার বিপক্ষে ম্যাচে
পেশিতে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর এই ম্যাচ দিয়েই শুরুর একাদশে ফেরেন সুইডিশ তারকা।
ম্যাচের নবম মিনিটে অফসাইডের ফাঁদ এড়িয়ে দলকে এগিয়ে নেন তিনি। 

বিরতির আগে ও পরে যথাক্রমে এরিক পুলগার
ও ফ্রাঙ্ক রিবেরির গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিক ফিওরেন্তিনা। পরে ব্রাহিম দিয়াস ও হাকান
কালহানোগ্লুর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মিলান।

মৌসুমের প্রথমভাগে দারুণ ছন্দে অনেক
দিন লিগ টেবিলের শীর্ষে ছিল মিলান। তবে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তারা।

২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে নগর
প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান। দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের পয়েন্ট ২৮ ম্যাচে ৫৯।