বিবিসি জানায়, সোমবার থুরাকে মুক্তি দেওয়া হয়। এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি।
What did BBC journalist Aung Thura do to deserve to get arrested? Nothing, other than report on the Myanmar junta’s crackdown. But instead of silencing, the junta has turned his arrest into an illustration of its repression. https://t.co/uCgKeWzW4s pic.twitter.com/7Gr8rZmuOv
— Kenneth Roth (@KenRoth) March 20, 2021
গত ১৯ মার্চ রাজধানী নেপিডোর একটি আদালত প্রাঙ্গনের বাইরে থেকে সাদা পোশাকের একদল লোক থুরাকে ধরে নিয়ে যায়। থুরার সঙ্গে মিয়ানমারের সংবাদ সংস্থা ‘মিজ্জিমা’র সাংবাদিক থান হতিকে অং কেও ধরে নিয়ে যাওয়া হয়। অং এদিন মুক্তি পেয়েছেন কিনা সে বিষয়ে বিবিসি থেকে কিছু জানানো হয়নি।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনাঅভ্যুত্থানের পর নানা সময়ে ৪০ জন সাংবাদিককে আটক করেছে মিয়ানমার সেনাবাহিনী। পাঁচটি মিডিয়া কোম্পানির নিবন্ধনও বাতিল করা হয়েছে।