এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানায়,
‘বিজয় থেকে অর্জনে (১৯৭১-২০২১)’ শিরোনামে এই আয়োজনে বাংলাদেশের সাফল্যের গল্পগুলো স্বাধীনতার
মাস থেকে শুরু করে বিজয় দিবস পর্যন্ত ধারাবাহিকভাবে প্রচার করা হবে।
নগদ জানায়, গত ৫০ বছরে বাংলাদেশ গর্ব
করার মতো যে অসংখ্য সফলতা অর্জন করেছে সেখান থেকে বাছাই করে সেরা ৫০টি সফলতার গল্প
নতুন করে তুলে ধরবে নগদ।
সফলতার এই উপাখ্যানে সমুদ্র জয় থেকে
শুরু করে মহাকাশ জয়, পদ্মাসেতু, কর্ণফুলী নদীতে টানেল নির্মান এবং মেট্রোরেলের খবর
থাকবে উল্লেখযোগ্য স্থান জুড়ে।
‘নগদ’ এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর
এ মিশুক বলেন, “মহান মুক্তিযুদ্ধ আমাদের এগিয়ে চলার প্রেরণা। আমরা দেশের এগিয়ে চলার
সাথী হিসেবে কাজ করতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করছি। বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে
দেশের অনন্য অর্জনগুলো মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা।”
‘নগদ’ এর আয়োজনটিতে সুচিন্তা ফাউন্ডেশনের
চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত থাকছেন।
তিনি বলেন, “১৯৭১ সালে স্বাধীনতা
অর্জনের মাধ্যমে বঞ্চনা ও ত্যাগের ইতিহাস পেরিয়ে গত ৫০ বছরে বাংলাদেশের অর্জনের ঝুলিটা
অনেক সমৃদ্ধ হয়েছে। অর্জনের এই ঝুলি থেকে তুলে আনা কিছু গল্পই বলা হবে ‘বিজয় থেকে অর্জনে’
সিরিজটির মাধ্যমে। বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিককে এই আয়োজন গর্বিত করবে।”