ক্যাটাগরি

বগুড়ায় ‘কষ্টি’ পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

সোমবার কাহালু উপজেলার দেওগ্রাম পশ্চিপাড়া পাল্লা পুকুরের মাটি খননের সময়
৮৬ কেজি ওজনের মূর্তিটি পাওয়া যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান খান বদের বলেন, মাটি খননের সময় ওই
মূর্তি পাওয়া গেলে পুলিশকে জানাই। তারা মূর্তি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, ৮৬ কেজি ওজনেরর বিষ্ণু মূর্তিটি বর্তমানে
থানার হেফাজতে রাখা হয়েছে।

“কষ্টি পাথরের মূর্তি বলে ধারণা করা হচ্ছে।”

আদালতের সিদ্ধান্ত নিয়ে মঙ্গলবার মূর্তিটি মহাস্থান জাদুঘরে প্রদান করা
হবে বলেন তিনি।

এ জাদুঘরের কাস্টডিয়ান রাজিয়া সুলতানা জানান, কাহালু থানার ওসির সাথে কথা
বলেছেন।

“উনি আদালতের নির্দেশ নিয়ে হস্তান্তর করবেন।”